বহু নির্বাচনী প্রশ্ন  (মান : ৩০)

১। স্কেল অনুসারে মানচিত্র কত প্রকার?

ক) ২ প্রকার খ) ৩ প্রকার গ) ৪ প্রকার ঘ) ৫ প্রকার

২।১ ডিগ্রি দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য কত?

ক) ১ মিনিট খ) ২ মিনিট গ) ৩ মিনিট ঘ) ৪ মিনিট

৩।ভূ-ত্বক কী দ্বারা গঠিত?

ক) পাথর  খ) ধূলিকণা  গ) শিলা  ঘ) খনিজ পদার্থ

৪। মার্বেল কোন ধরনের শিলা?

ক) আগ্নেয় শিলা খ) পাললিক শিলা গ) রূপান্তরিত শিলা ঘ) বেলে শিলা

৫।আল্পস কোন ধরনের পর্বত?

ক) আগ্নেয় পর্বত                    

খ) ভঙ্গিল পর্বত

গ) স্তূপ পর্বত                      

ঘ) ল্যাকোলিথ পর্বত

৬। ‘পৃথিবী ও এর অধিবাসীদের বর্ণনাই হলো ভূগোল’— উক্তিটি কার?

ক) অধ্যাপক ডাডলি স্ট্যাম্পের  খ) অধ্যাপক কার্ল রিটারের

গ) আলেকজান্ডারের  ঘ) রিচার্ড হার্টশোনের

৭।প্রাণিজগৎ নিয়ে আলোচনা করে কোন ভূগোল?

ক) মৃত্তিকা ভূগোল                   

খ) জীব ভূগোল

গ) সমুদ্রবিদ্যা                      

ঘ) জলবায়ু ভূগোল

৮। সূর্য কী?

ক) একটি নক্ষত্র                    

খ) একটি গ্রহ                     

গ) একটি উপগ্রহ                    

ঘ) একটি জ্যোতিষ্ক

৯।সৌরজগতের গ্রহ কয়টি?

ক) ৬টি  খ) ৭টি                  

গ) ৮টি  ঘ) ৯টি

১০। পৃথিবীর গড় ব্যাসার্ধ কত?

ক) ৬,৪০০ কিলোমিটার  খ) ৭,৫০০ কিলোমিটার   

গ) ৮,৪০০ কিলোমিটার  ঘ) ৯,৪০০ কিলোমিটার

১১। বায়ুমণ্ডলের উপাদান কোনটি?

i) নাইট্রোজেন  ii) অক্সিজেন

iii) আরগন

নিচের কোনটি সঠিক?                

ক) i                            

খ) i ও ii                       

গ) i ও iii                      

ঘ) i, ii ও iii                     

১২। কোনটি পানি প্রবাহের ধরন?

ক) চুয়ানো  খ) গলানো              

গ) হিমবাহ  ঘ) ক্ষয়িভবন

১৩।পৃথিবীর সব জলরাশির শতকরা কতভাগ পানি সমুদ্রে রয়েছে?

ক) ৯৫ ভাগ                      

খ) ৯৬ ভাগ                      

গ) ৯৭ ভাগ                      

ঘ) ৯৮ ভাগ

১৪। বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের দৈর্ঘ্য কত?

ক) ৭১৬ কিলোমিটার

খ) ৮১৬ কিলোমিটার

গ) ৯১৬ কিলোমিটার

ঘ) ১০০০ কিলোমিটার

১৫। কোনটি নিয়ত বায়ু?

i) অয়ন বায়ু

ii) পশ্চিমা বায়ু                    

iii) শীতল বায়ু                    

নিচের কোনটি সঠিক?

ক) i খ) i ও ii

গ) i ও iii ঘ) i, ii ও iii

১৬। কত বয়সের লোককে নির্ভরশীল জনসংখ্যা হিসেবে ধরা হয়?

ক) ৬৫ + খ) ৬৮ +               

গ) ৭০ + ঘ) ৮০ +

১৭।মরণশীলতা পরিমাপের বহুল প্রচলিত পদ্ধতি কোনটি?

ক) জন্মহার                      

খ) মৃত্যুহার                      

গ) স্থূল মৃত্যুহার                   

ঘ) অভিবাসন

১৮। বসতির ধরন কত প্রকার?

ক) ২ প্রকার  খ) ৩ প্রকার  গ) ৪ প্রকার  ঘ) ৫ প্রকার

১৯। কোনটি বসতি স্থাপনের নিয়ামক?

 i) ভূ-প্রকৃতি                      

ii) পরিবেশ                       

iii) মাটি                        

নিচের কোনটি সঠিক?

ক) i খ)  ii                    

গ) i ও iii  ঘ) i, ii ও iii

২০। থেবস কী?

ক) গ্রাম  খ) নগর                   

গ) শহর  ঘ) মহাদেশ

২১। সম্পদকে প্রাথমিকভাবে কয়ভাগে ভাগ করা যায়?

ক) ৩ ভাগে  খ) ৪ ভাগে  গ) ৫ ভাগে  ঘ) ৬ ভাগে

২২। কোনটি জলবায়ুর উপাদান?

ক) মাটি খ) পানি 

গ) রোদ ঘ) তাপমাত্রা

২৩। কোনটি ক্ষুদ্র শিল্পের অন্তর্গত?

ক) তাঁতশিল্প  খ) চামড়াশিল্প  গ) বস্ত্রশিল্প  ঘ) বিমানশিল্প

২৪। বাংলাদেশের নদী অঞ্চলের আয়তন কত?

ক) ৬,৪০৫ বর্গ কি. মি.            

খ) ৭,৪০৫ বর্গ কি. মি.

গ) ৮,৪০৫ বর্গ কি. মি.            

ঘ) ৯,৪০৫ বর্গ কি. মি.

২৫। বঙ্গোপসাগরের তটরেখার দৈর্ঘ্য কত?

ক) ৬১৬ কি. মি.                 

খ) ৭১৬ কি. মি.                 

গ) ৮১৬ কি. মি.                 

ঘ) ৯১৬ কি. মি.

২৬।আমাদের দেশে তাপমাত্রা সবচেয়ে কম থাকে কোন সময়ে?

ক) শীতকালে  খ) গ্রীষ্মকালে           

গ) বর্ষাকালে   ঘ) শরত্কালে

২৭। বাংলাদেশের প্রধান অর্থকরী ফসল কোনটি?

ক) চা  খ) গম                    

গ) ধান  ঘ) পাট

২৮। ইক্ষু চাষের জন্য কিরূপ ভূমি প্রয়োজন?

ক) সমতল ভূমি                    

খ) উঁচু ভূমি                      

গ) নিচু ভূমি                      

ঘ) পাহাড়ি ভূমি

২৯। শক্তির অন্যতম উৎস কোনটি?

ক) বিদ্যুৎ  খ) কয়লা               

গ) পানি ঘ) তাপ

৩০। বাংলাদেশের যাতায়াত ব্যবস্থাকে প্রধানত কয়ভাগে ভাগ করা যায়?

ক) ২ ভাগে  খ) ৩ ভাগে            

গ) ৪ ভাগে  ঘ) ৫ ভাগে

বহু নির্বাচনী প্রশ্নের উত্তর : ১. ক ২. ঘ ৩. গ ৪. গ ৫. খ ৬. ক ৭. খ ৮. ক ৯. খ ১০. ক ১১. ঘ ১২. ক ১৩. গ ১৪. ক ১৫. খ ১৬. ক ১৭. গ ১৮. ক ১৯. ঘ ২০. খ ২১. ক ২২. ঘ ২৩. ক ২৪. ঘ ২৫. খ ২৬. ক ২৭. ঘ ২৮. ক ২৯. খ ৩০. গ।